Difference Between Words of Close Meaning in English

ইংরেজি ভাষায় অনেক শব্দ একে অপরের সাথে কাছাকাছি অর্থ বহন করে, তবে তাদের ব্যবহারের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো বুঝতে পারা ভাষা শিখতে এবং সঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। অনেক সময়, এক ধরনের শব্দের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করলে অর্থের ক্ষুদ্র পরিবর্তন হতে পারে, যা বাক্যের সামগ্রিক অর্থে প্রভাব ফেলতে পারে। এই লেখায়, আমরা ইংরেজিতে কাছাকাছি অর্থসম্পন্ন কিছু শব্দের মধ্যে পার্থক্য তুলে ধরব, যা আপনাকে শব্দ চয়নের ক্ষেত্রে আরও স্পষ্টতা এবং আত্মবিশ্বাস অর্জনে সহায়ক হবে।

Able VS Capable

Adjective এ দুটি শব্দের অর্থ কাছাকাছি তবে এক নয় Able অর্থ হচ্ছে কোন কিছু করতে সক্ষম যেমন

I am not able to life this heavy box. (আই এম নট এবেল টু লিফ্ট দিস হেভি বক্স ।) আমি এই ভারী বাক্সটি বইতে সক্ষম নই ।

পক্ষান্তরে Capable অর্থ হচ্ছে যার কোন কিছু করার যোগ্যতা আছে অথবা যার উপর কোন কিছু করা যায় যেমন:

He is capable leader. (হি ইস এ কেপাবেল লিডার) সে একজন যোগ্য নেতা ।
This essay is capable of being translated. (দিস ইজি কেপাবেল অফ কিং ট্রান্সলেটেড) এই রচনাটি অনুবাদ করার যোগ্য ।

এখানে প্রথম বাক্যে ব্যবহার করা চললেও দ্বিতীয় বাক্যটিতে কোন অবস্থাতেই able ব্যবহার করা যাবে না।এ ধরনের বাক্য মোটেই সঠিক নয়,

This road is able to be repaired (দিস রোড ইজ এবেল টুবি রিপেয়ারর্ড)এই রাস্তাটি পুন:নির্মাণ করা সম্ভব।

Ache VS Aches


ব্যথা বেদনা বা যন্ত্রণা বলতে যখন বিশেষ কোন শারিরীক অবস্থা বুঝানো হয় তখন বৃটিশ ইংরেজিতে ache শব্দটি সাধারণত Uncountable noun হিসাবে singular এ ব্যবহৃত হয় যেমন :

He suffers from toothache. (হি সাফারস ফ্রম টুথচি) সে দাঁতে ব্যথায় ভুগছে

তবে ব্যথার পৌন: পুনিবার্তা বুঝতে acheশব্দটি countable কিংবা uncountable যে কোন from এ ব্যবহৃত হয় যেমন :

She often suffers from stomachache / stomachaches তিনি প্রায়ই পেট ব্যথাতে ভোগেন ।

কিন্তু headache সবসময়ই countable যেমন:

I have got a bad headache.(আই হেভ গট এ বেড হেডেক) আমরা মাথা যন্ত্রণা করছে।

Adequate VS Enough VS Sufficient


পরিমাণ জ্ঞাপক শব্দ হিসেবে এদের প্রত্যেকটাই noun এর পূর্বে ব্যবহৃত হতে পারে যেমন :

They have adequate/ enough/sufficient money for the journey (দে হেভ এডিকিউট /ইনাফ/ সাফিসিয়েন্ট মানি ফর দ্যা জার্নি) তাদের যাত্রার জন্য যথেষ্ট পরিমাণে টাকা রয়েছে।

তবে adequate কখনো plural noun এর আগে বসেনা। পক্ষান্তরে enough এবং sufficient plural noun এর আগেও বসতে পারে যেমন:

They have enough / sufficient bananas for everyone (দে হ্যাভ এনাফ সাফিসিয়েন্ট বেনানাস ফর এভরিওয়ান ।) তাদের প্রচুর পরিমাণে কলা রয়েছে সবার জন্য ।

enough দ্বারা কোন জিনিসের পরিমাণই নির্দেশ করা হয় কিন্তু adequate দিয়ে পরিমাণ ও গুন উভয়ই বুঝানো হয় যেমন:

They were given adequate food (দে ওয়ার গিভেন এডিকিউট ফুড) তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়েছিল

এখানে শুধুমাত্র বেশি পরিমাণ খাদ্যের কথাই বলা হয়নি ভালো খাদ্যের কথাও ইঙ্গিত করা হয়েছে।

Affect VS Effect

একটি transitive verb যার অর্থ হচ্ছে প্রভাবান্বিত করা এর ব্যবহার নিম্নরূপ:

Smoking affects health(স্মোকিং এফেক্টস হেল্‌থ্)ধূমপান স্বাস্থ্যকে প্রভাবান্বিত করে ।
The strike affected the price of rice. (দ্যা ইস্ট্রাইক এফেকটেড দ্যা প্রাইম অভ রাইস) হরতাল চালের মূল্যকে প্রভাবান্বিত করে ।

পক্ষান্তরে effect হচ্ছে একটা noun যার অর্থ ফল বা প্রভাব যেমন:

The change of government did not have any effect on us (দ্যা চেন্‌জ অভ গর্ভমেন্ট ডিড নট হেভ এনি ইফেক্ট অন আস ।) সরকার পরিবর্তন হলে আমাদের উপর কোনো প্রভাব পড়ে না ।

Formet ও effect verb হিসেবে ব্যবহার করা যায় তখন এর অর্থ হবে নিজের ইচ্ছায় কোন কিছু ঘটানো ।যেমন :

The new government effected some changes in the foreign policy. (দ্যা নিউ গর্ভমেন্ট এফেকটেড সাম চেইঞ্জস ইন দ্যা ফরেন পলিসি।) নতুন সরকার বৈদেশিক নীতিতে কিছু পরিবর্তন এনেছে ।

Ago VS Before

Ago হয় সব সময় Verb এর past form সঙ্গে এবং কোন noun কিংবা adverb এর পরে যেমন:

They got married five years ago.(দে পট মেরিড ফাইভ ইয়ার্স এগো) তারা পাঁচ বছর আগে বিয়ে করেছিল।
He died long ago. (হি ডায়েড লং এগো) সে অনেক আগে মারা গেছে।

যখন দূরবর্তী কোন অতীত সময়ের সঙ্গে নিকটবর্তী অতীতের তুলনা করি তখন নিকটবর্তী সময়টা বুঝাতে ago এবং দূরবর্তী সময়টা বুঝাতে before ব্যবহার করি যেমন :

My father died ten years before and my mother had died five years ago (that) (মাই ফাদার ডাইড টেন ইয়াস এগো এন্ড মাই মাদার হেড ডাইড ফাইভ, ইয়ার্স এগো দেট) আমার বাবা মারা গেছেন ১০ বছর আগে এবং আমার মা মারা গেছেন। তার ৫ বছর আগে ।

Almost VS Nearly

এ দুটি সমর্থক শব্দ হলে ও কোন কোন ক্ষেত্রে এদের মধ্যে ব্যবহারগত পার্থক্য আছে যে সব ক্ষেত্রে এরা Interchangeable-

Almost/ nearly all the passengers were killed. (অলমোস্ট /নিয়ারলি অলদ্যা পেসেঞ্জারস ওয়ার কিলড) প্রায়/ কাছাকাছি সকল যাত্রী মারা গেছে।
We almost / nearly always take tea for breakfast. (ওই অলমোস্ট / নিয়ারলি অলয়েজ টেক টি ফর ব্রেকফাস্ট) আমরা প্রায় সব সময়ই নাশতাতে চা রাখি ।

Nearly এর আগে Very, pretty এবং not ব্যবহার করা যায় কিন্তু almost এর আগে নয় যেমন:

I pretty nearly miss the train. (আই প্রিটি নিয়ারলি মিস্ড দ্যা ট্রেন)
আমি একটু হলেই ট্রেনটি ধরতে পারতাম না।
I have not nearly finished the work. (আই হেভ নট নিয়ারলি ফিনিসড দ্যা ওয়ার্ক)

আবার any কিংবা no, none ইত্যাদি negative শব্দের আগে almost বসতে পারে কিন্তু কখনোই nearly বসতে পারে না। যেমন :

Almost any bus will go. (অলমোস্ট এনি বাস ওইল গো)
প্রায় সব বাসই যায় ।
I ate almost nothing. (আই এইট অলমোস্ট নাথিং)
আমি প্রায় কিছুই খায়নি ।
He almost never comes here. (হি অলমোলস্ট নেভার কামস হেয়ার)
সে এখানে প্রায় আসেনা ।

এই বাক্যাগুলিতে almost এর স্থলে nearly বসানো সম্ভব নয় ।

Alone VS lonely

প্রায় সমার্থক শব্দ হলেও এ শব্দ দুটির ভিন্ন alone একটি সাধারণ এতে ভালো কিংবা মন্দ কোন মানসিক অবস্থা প্রকাশ পায় না । যেমন:

Sometimes I live alone in my house. (সামটাইমস আই লিভ এলোন ইন মাই হাউস) মাঝে মাঝে আমি আমার বাড়িতে একা বাস করি ।

কিন্তু lonely শব্দটির মধ্যে একটা বেদনার ভাব আছে। যেমন:

I feel lonely here, please come over and sea me. (আই ফিল লনলি হেয়ার প্লিজ কাম ওভার এন্ড সি মি) আমি এখনো এককিত্ব অনুভব করছি দয়াকরে আসো এবং আমার সাথে দেখা কর ।

এই বাক্যটিতে lonely এর স্থানে lonesome কিংবা solitary বসতে পারে lonely এর মত এরা ও এবং ধরনের দুঃখের অনুভূতি প্রকাশ করে।

Already VS All Ready

শব্দটি একটি adverb যার অর্থ হচ্ছে ইতোমধ্যে বা এর আগেই এ শব্দটি সাধারণত negative sentence ব্যবহৃত হয় না। এটি সম্পাদিত কাজ বুঝাতে Affirmative বাক্যে এবং বিস্ময় প্রকাশ করতে Interrogative বাক্যে ব্যবহৃত হয়। যেমন :

I have already visited the place. (আই হেভ অলরেডি ভিসিটেড দ্যা প্লেস) আমি আগেই এই জায়গা দেখেছি।
Have you already finished your lunch? (হেভ ইউ অলরেডি ফিনিসড ইয়োর লান্‌চ)
তুমি কি এর মধ্যে তোমার দুপুরের খাওয়া শেষ করেছো?

All ready হচ্ছে দুটি পৃথক শব্দ এর সঙ্গে already শব্দটির কোন সম্পর্ক নেই যেমন:

We are all ready. (উই আর অল রেডি) আমরা সবাই প্রস্তুত

All together ‘s VS Altogether

All together হচ্ছে দুটি পৃথক শব্দের একটি expression যার অর্থ সবাই এক সঙ্গে যেমন :

They were all together to discuss the matter. (দে ওয়ার অল টুগেদার টু ডিসকাস দ্যা মেটার) তারা সবাই একসঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছে।

পক্ষান্তরে Altogether হচ্ছে একটি single word যার অর্থ entirely বা পুরোপুরি সম্পূর্ণ যেমন:

This is an altogether different matter (দিস ইজ এন অলটুগেদার ডিফারেন্ট মেটার) এটি একটি সম্পূর্ণ পৃথক ব্যাপার

সুতরাং একটিকে কোন অবস্থাতেই অন্যটির অর্থে ব্যবহার করা চলবে না

Am to VS Have to

এ দুটি modal এর অর্থ এবং উদ্দেশ্য প্রায় একই এবং অনেকেই এদেরকে interchangeably ব্যবহার করেন। তবে দুটির মধ্যে একটা subtle difference আছে যেমন:

I have to go to school (আই হেভ টু গো টু স্কুল) আমাকে স্কুলে যেতে হবে।

এই বাক্যটির অর্থ হচ্ছে আমাকে স্কুলে যেতে হবে অর্থাৎ স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা আমি নিজেই উপলব্ধি করছি
পক্ষান্তরে

I am to go to school. আমাকে স্কুলে যেতে হবে

এই বাক্যটির অর্থ ও হচ্ছে আমাকে স্কুলে যেতে হবে কিন্তু এখানে এটা বুঝানো হয়েছে যে আমার স্কুলে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু অন্য কারও চাপে আমি স্কুলে যেতে বাধ্য অর্থাৎ am to এর ক্ষেত্রে external pressure কাজ করে ।

Amount VS Number

Amount ব্যবহৃত হয় পরিমাণ বুঝাতে uncountable noun এর আগে পক্ষান্তরে number ব্যবহৃত হয় সাধারণত countable plural noun এর সঙ্গে যেমন:

He spent a large amount of money. (হি এসপেন্ট এ লার্জ এমাউন্ট অফ মানি) সে একটা বড় আকারের টাকা খরচ করে ফেলেছে ।
He ate a large number of mangoes. (হি এট এ লার্জ নাম্বার অফ ম্যাংগোজ) সে বেশ অনেক গুলো আম খেয়েছে ।

কিন্তু গণনা করা যায় এমন খুব বেশি সংখ্যক জিনিসকে একত্রে বুঝাতে ও অনেক সময় amount শব্দটি ব্যবহার করা চলে। যেমন :

This shop has got a large amount of mangoes. (দিস সপ হেজ গট এ লার্জ এমাউন্ট অফ ম্যাংগোজ) এই দোকানে অনেক আম আছে।

Application VS Petition

প্রায় এক রকম জিনিস বিধায় এ দুটি শব্দের মধ্যে confusion হওয়া স্বাভাবিক Application হচ্ছে অফিসিয়াল আবেদন পত্র যে কোন ব্যক্তি তার কর্তৃপক্ষের কাছে কিন্তু চেয়ে একটি application লিখতে পারেন যেমন-

This is an application for a job. (দিস ইজ এন এপলিকেশন ফর এ জব) এটি একটি চাকরির আবেদনপত্র।
Please fill in this application form. (প্লিজ ফিল ইন দিস এপলিকেশন ফরম) দয়া করে এই আবেদন ফরমটি পূরণ কর।

পক্ষান্তরে petition হচ্ছে সরকার বা অন্য কোন প্রতিষ্ঠানের কাছে লিখিত কোন অনুরোধ অভিযোগ কিংবা দাবী সম্বলিত পত্র মতে অনেক মানুষ স্বাক্ষর করে থাকেন। যেমন :

The villagers signed a petition for a tube well. (দ্যা ভিলেজারস সাইনড এ পিটিশন ফর এ টিউবওয়েল) গ্রামবাসীরা একটি নলকূপের জন্য অনুরোধ পত্রে স্বাক্ষর করছে।

ছাত্রছাত্রীরা একটি অনুরোধ পত্র লিখেছে তাদের চেয়ারম্যনের কাছে পরীক্ষা পরিবর্তনের জন্য ।

Area VS Region

দুটি noun ই ভূ পৃষ্ঠের কোন অংশ বা এলাকা বুঝাতে ব্যবহৃত হয় Area একটি সাধারণ শব্দ Area ছোট ও হতে পারে আবার বড়ও হতে পারে তবে area বলতে ভূ পৃষ্ঠের কোন সুনির্দিষ্ট স্থানকে বুঝায় না । যেমন:

People of this area are very hospitable. (পিপল অফ দিস এরিয়া আর ভেরি হসপিটেবল) এই এলাকার জনগণ খুব অতিথি বৎসল ।

কিন্তু Region এর পরিসর হচ্ছে বড় এবং একটি সাধারণত কোন দেশের একটি অংশ তবে এর সীমা রেখা নির্ধারিত কিংবা অনির্ধারিত দুই-ই হতে পারে। যেমন :

Rangpur is the northern region of Bangladesh. রংপুর ইজ দ্যা নরদান রিগন অফ বাংলাদেশ) রংপুর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল।

Ask Inquire VS Interrogate

Ask সাধারণত কোন প্রশ্ন জিজ্ঞাসা করা । যেমন :

The teacher asked me a question. (দ্যা টিচার আকসড মি এ কেয়েসচেন) শিক্ষক আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ।
What’s your name? he asked. (হোয়াটস ইয়োর নেম হি আকসড) সে জিজ্ঞেস করল তোমার নাম কি?

Ask এবং inquire সমর্থক হলে ও inquire হচ্ছে অপেক্ষাকৃত formal এবং এর পরে noun বা pronoun object হিসেবে ব্যবহৃত হতে পারে না।যেমন :

He inquired where I lived. (হি ইনকয়ার্ড হয়ার আই লিভড) সে জিজ্ঞাসা করছিল আমি কোথায় থাকি ।

কিন্তু He inquired me এ রকম বলা ভুল, অন্যদিকে Interrogate অর্থ ও প্রশ্ন করা কিন্তু কাউকে interrogate করলে বুঝা যাবে যে তাকে জোরপূর্বক ধরে রাখা হয়েছে এবং তিনি জবাব দিতে ইচ্ছুক নন । সাধারণত কোন অপরাধীকে interrogate করা হয়।

Avenge VS Revenge

Avenge অর্থ প্রতিশোধ নেওয়া এবং Revenge অর্থ প্রতিশোধ বা প্রতিশোধ নেওয়া অর্থাৎ Avenge ব্যবহৃত হয় শুধু মাত্র verb হিসেবে কিন্তু revenge কে noun কে verb উভয় ভাবেই ব্যবহার করা যায় । Transitive verb হিসেবে avenge এবং revenge নিম্নোক্ত দুক্ষেত্রে interchangeably ব্যবহৃত হতে পারে যেমন:

He avenged/revenged his defeat. (হি এভেনজস্ব / রিভেনজড হিজ ডিফিট)
সে তার ভুলের প্রতিশোধ নিয়েছে।
He avenged/revenged himself on his defeat. (হি এভেনজড / রিভেনজড হিম সেলফ অন দিজ ডিফেট)
সে নিজের ভুলের জন্য নিজের উপর প্রতিশোধ নিলো ।
He avenged his opponent. (হি এভেনজড হিজ অপনেন্ট) সে তার প্রতিদ্বন্দ্বীর উপর প্রতিশোধ নিল ।

এই বাক্যটিতে avenged এর স্থলে revenged শব্দটি প্রযোজ্য নয় অর্থাৎ প্রতিশোধ গ্রহনযোগ্য যাকে শাস্তি দেয়া হয় সে কোন সময় revenge verb এর object হিসেবে বসতে পারে না। অন্যদিকে avenge কে noun হিসেবে ব্যবহার করা যায় না । যেমন :

Wrong : They got / took their avenge. (রং : দে গট/টুক দেয়ার এভেনজ) ভুল : তারা তাদের প্রতিশোধ নিল ।
Right: they got./took their revenge (রাইট : দে গট /টুক দেয়ার রিভেনজ) সত্য : তারা তাদের প্রতিশোধ নিল)

Bath Vs Bathe

Noun হিসেবে bath অর্থ গোসল এবং verb হিসেবে bathe অর্থ গোসল করা বা করানো । যেমন:

I take bath everyday. (আই টে বাথ এভরিডে) আমি প্রত্যক দিন গোসল করি।
He bathe everyday. (হি বাথস এভরিডে) সে প্রত্যেকদিন গোসল করে।

তবে নিজে গোসল করা অর্থে bath কে verb হিসেবে ব্যবহার না করে noun হিসেবে ব্যবহার করাই ভালো।
পক্ষান্তরে bathe verb টির অর্থ হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে কোন কিছু ধুয়ে পরিস্কার করা অথবা সাঁতার কাটা যেমন :

He bathed his eyes. (হি বাথড হিজ আইস) সে তার চোখ ধুয়ে ফেলল ।
Many people are bathing in the sea. (মেনি পিপল আর বাথিং ইন দ্যা সি) অনেক মানুষ সাগরে গোসল করছে।

তবে American ইংরেজিতে গোসল করা বা করানো অর্থে bathe ব্যবহৃত

Bear, Endure, Tolerate

এ শব্দগুলির সাধারণ অর্থ হচ্ছে সহ্য করা শারীরিক যন্ত্রণা কিংবা অন্য কোন খারাপ কিছু সহ্য করা বুঝাতে bear কিংবা endure ব্যবহার করা যাবে। তবে endure ব্যবহৃত হয় সাধারণত যন্ত্রণা দীর্ঘায়িত হলে কিংবা সহ্য করা
জিনিসটা বেশি Serious হলে । যেমন:

I can’t bear this insult. (আই কানট বিয়ার দেস ইনসাল্ট) আমি এই অপমান সহ্য করতে পারবো না ।
She endured the pain for several years. (সি ইনডার্ড দ্যা পেইন ফার সেভারেল ইয়ার্স)
সে বেশ কিছু বছর যাবত এই ব্যথা সহ্য করছে।

Tolerate ব্যবহৃত হয় কোনো ব্যক্তি কিংবা তার আচরণকে সহ্য করা বুঝাতে। কোন যন্ত্রণা বুঝাতে নয় । যেমন :

I won’t tolerate your rudeness. (আই ওন্ট টোলারেট ইয়োর রুডনেস) আমি তোমার পাষণ্ডতা সহ্য করতে পারবো না।
He could not tolerate the pain. (হি কুড নট টোলারেড দ্যা পেইন) সে তার ব্যথা সহ্য করতে পারবে না ।

Beautiful VS Handsome

Beautiful ব্যবহৃত হয় মেয়েদের বাচ্চাদের এবং কোন জিনিসের সৌর বর্ণনা দিতে। এসব ক্ষেত্রে pretty কিংবা attractive ও ব্যবহার করা চলবে তবে beautiful হচ্ছে অধিকতর শক্তিশালী বিশেষণ আমরা বলতে পারি যে

Rina is a beautiful/ pretty girl. (রিনা ইজ এ বিউটিফুল / প্রিটি গার্ল) রিনা খুব সুন্দর মেয়ে ।
It is very beautiful/ pretty attractive picture. (ইট ইজ ভেরি বিউটিফুল /প্রিটি / এট্রাকটিভ পিকচার এটা খুবই সুন্দর / আকর্ষণীয় ছবি ।

পক্ষান্তরে handsome ব্যবহৃত হয় শুধুমাত্র পুরুষ মানুষের সৌন্দর্য বর্ণনা করতে তবে একজন মানুষ good looking/ Attractive ও হতে পারে। কোন মেয়ে ও good looking হতে পারে তবে কোন বস্তু নয় কোন মেয়ে খুব বেশি সুন্দরী হলে informal ইংরেজিতে তাকে good looker বলা হয় । যেমন :

Rima is a real good looker. (রিমা ইজ রিয়েল গুড লুকার) রিমা সত্যিকার অর্থে দেখতে ভালো ।

Besides VS Expect


সম্পূর্ণ ভিন্নর্থক হলে ও এ দুটি শব্দকে অনেকেই অনেক সময় confuse করে থাকেন Besides অর্থ হচ্ছে in addition to ” বা এ ছাড়া ও যেমন:

Ten other boys passed besides kamal. (টেন আদার বয়েস পাসড বিসাইডস কামাল) কামাল ছাড়াও আরো দশটি ছেলে পাশ করেছিল।

অর্থাৎ kamal ছাড়া ও আরো দশজন ছেলে পাশ করেছিল কিন্তু expect মনে হচ্ছে but not বা ব্যতিরেকে যেমন:

Everybody passed expect kamal (এভরিবডি পাসড একছেণ্ট কামাল) সকলেই পাশ করেছিল কামাল ছাড়া

অর্থাৎ ছাড়া সবাই পাশ করেছিল তাহলে বুঝা যাচ্ছে besides অর্থ হচ্ছে সঙ্গে নিয়ে এবং expect অর্থাৎ হচ্ছে বাদ দিয়ে দুটি সম্পূর্ণ বিপরীতার্থক শব্দ ।

Body, Figure VS Build

Body বলতে সাধারণভাবে শরীরকে বুঝায় এবং figure হচ্ছে শরীরের বিশেষ গড়ন যা খুবইআকর্ষনীয় কিংবা কোন বিশেষ পোষাকের জন্য উপযুক্ত যেমন:

The girl has an excellent figure. (দ্যা গার্ল হেজ এন একছেলেন্ট ফিগার) এই মেয়েটির শারীরিক গড়নটা চমৎকার ।

figure শব্দটি ব্যবহৃত হয় সাধারণত মেয়েদের ক্ষেত্রে পক্ষান্তরে build শব্দটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় । যেমন :

He is a man of heavy build. (হি ইজ এ মেন অফ হেভি বিল্ড) সে একজন ভারী শরীরের লোক।
She is a woman of small build. (সি ইজ এ ওমেন অফ স্মল বিল্ড) তিনি একজন ছোট খাটো শরীরের মহিলা

Bring VS Fetch


Bring suggests movement of something towards the speaker of the place where the speaker অর্থাৎ bring বলতে বক্তার দিকে কাছে কিছু আনা বুঝায়। যেমন:

He brought me a present. (হি ব্রট মি এ প্রেসেন্ট) সে আমার জন্য একটি উপহার নিয়েছে ।
Please bring the book here. (প্লিজ ব্রিং দ্যা বুক হেয়ার) দয়াকরে বইটি এখানে নিয়ে এসো।

পক্ষান্তরে fetch অর্থ হচ্ছে বক্তার কাছ থেকে দূরে কোথাও গিয়ে সেখান থেকে কোন জিনিস বক্তার মূল অবস্থানে নিয়ে আস যেমন:

They fetch water from a distant pond. (দে ফেচ ওয়াটার ফ্রম এ ডিসটেন্ট পন্ড) তারা দূরের পুকুর থেকে পানি নিয়ে আসে ।
Please fetch the knife from the kitchen. (প্লিজ ফেচ দ্যা নাইফ ফ্রম দ্যা কিচেন) দয়াকরে রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে এসো।

Can VS May

সাধারণ অর্থে can ব্যবহৃত হয় সামর্থ বা সক্ষমতা বুঝাতে এবং may ব্যবহৃত হয় সম্ভাবনা বুঝাতে । যেমন :

I can speak English. (আই কেন স্পিক ইংলিস) আমি ইংরেজিতে কথা বলতে পারি ।
He can’t swim. (হি কানট সুইম) সে সাঁতার কাটতে পারে না ।
It may rain tonight. (ইট যে রেইন টু নাইট) আজ রাতে বৃষ্টি হতে পারে ।

[NB can এবং not কখনো আলাদা করে লেখা যাবেনা তবে can এবং may একই উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে যেমন অনুমতি চাওয়া বা দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি

can I sit here? অথবা May I sit here

পার্থক্য শুধু এই যে can ব্যবহৃত হয় informal situation এ এবং may ব্যবহৃত হয় formal situation এ বিনীত অনুমতি চাওয়া বা দেয়ার ক্ষেত্রে সাধারণত অনুরোধ করার ক্ষেত্রে can (may ) ব্যবহার করা যাবে যেমন:

Can you please lend my some money? (কেন ইউ প্লিজ লেন্ড মি সাম মানি?) তুমি কি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতে পারো?

Can you shut the door please? (কেন ইউ সাট দ্যা ডোর প্লিজ) তুমি কি দরজাটা বন্ধ করতে পারো দয়া করে?

Care Vs about VS Care for


Care about অর্থ হচ্ছে কোন কিছুতে মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভাবা । যেমন :

I don’t care about money. (আই ডোন্ট কেয়ার এবাউট মানি) আমার কাছে টাকার কোন মুল্য নেই ।
She doesn’t care about what other people think about her. (সি ডাসন্ট কেয়ার এবাউট হোয়াট আদার পিপল থিংক এবাউট হার) অন্যান্য মানুষ তার সম্পর্কে কি ভাবছে তার কাছে এটার কোন গুরুত্ব নেই।

অন্যদিকে care অর্থ হচ্ছে পছন্দ করা কিংবা formal ইংরেজিতে দেখাশুনা করা এটি ব্যবহৃত হয় সাধারণত negative এবং interrogative sentence এ যেমন-

I didn’t really care for pop music. (আই ডিডেন্ট রিয়েলি কেয়ার ফর পপ মিউজিক) পপ মিউজিক আমি পছন্দ করতাম না ।
There is none to care for the old woman. (দেয়ার ইজ নোন টু কেয়ার ফর দ্যা ওল্ড ওমেন) বৃদ্ধ মহিলাটিকে দেখাশুনা করার কেউ নেই ।
Who will care for me? (হু উইল কেয়ার ফর মি?) আমার দেখাশোনা কে করবে?

Chance VS opportunity

সুযোগ্য বা ইঙ্গিত কাজের জন্য উপযুক্ত সময় অর্থে chance এবং opportunity হচ্ছে interchangeable অর্থাৎ দুটোর যে কোন একটি ব্যবহার যেমন:

করা যাবে I had a chance / an opportunity to visit the Tajmahal.(আই হেড এ চান্স / এম অপরচুনিটি টু ভিসিট দ্যা তাজমহল ) আমার তাজমহল পরিদর্শনের সুযোগ হয়েছিল।

কিন্তু সম্ভবনা অর্থে শুধুমাত্র chance ব্যবহার করতে হবে opportunity নয় যেমন:


They have no chance of passing the test. (দে হেব নো চান্স অভ পাসিং দ্যা টেস্ট) তাদের কোন সুযোগ নেই পরীক্ষায় পাশ করার। তাদের পরীক্ষায় পাশ করার কোন সুযোগ নেই ।
There is a chance that we will win the match. দেয়ার ইজ এ চান্স দেট উই উইল উইন দ্যা মেচ ) এখানে মেস জেতার একটা সুযোগ আছে।

Brush VS Sweep | Dust VS Wipe


এগুলি শব্দের সাধারণ অর্থ মুছে পরিস্কার করা কিন্তু brush হচ্ছে এক হাতে ব্রাশ ধরে কোন জিনিস বা জায়গা পরিষ্কার করা,sweep হচ্ছে লম্বা হাতওয়লা ব্রাশ ব্যবহার করে মেঝে পরিষ্কার করা, dust হচ্ছে নরম কাপড় ব্যবহার করে মেঝের উপরে অবস্থিত কোন জায়গা পরিস্কার করা এবং wipe হচ্ছে কাপড় ও পানি ব্যবহার করে কোন জায়গা ঘসে পরিষ্কার করা ।

Clever VS Bright / Brilliant

Clever হচ্ছে সেই সে খুব দ্রুত কোন কিছু শিখতে এবং বুঝতে পারে যেমন:

Belal ins a clever students

Brilliant একটি শক্তিশালী বিশেষণ যার অর্থ হচ্ছে অতিশয় বুদ্ধিমান। যেমন :

His father was a brilliant scientist. (হিজ ফাদার ওয়াজ এ ব্রিলিয়ান্ট সাইনটিস্ট) তার বাবা একজন অতি বুদ্ধিমান বিজ্ঞানী ।

Cloth VS Clothes

Cloth অর্থ পশম, তুলা ইত্যাদি দিয়ে তৈরি কাপড়। এটি uncountable যার একটি প্রতিশব্দ হচ্ছে material যেমন:

How much cloth/ material do you want? (হাউ সাচ ক্লোথ/ মেটারিয়াল ডু ইউ ওয়ান্ট ?) তুমি কতটুকু তুলা চাও?

আমরা পোশাক হিসেবে যা পরিধান করি তাকেই সাধারণভাবে cloth বলা হয় যেমন :


She was bought some beautiful cloths. (সি ওয়াজ বট সাম বিউটিফুল রথস) তিনি কিছু সুন্দর পোশাক কিনেছেন ।

পক্ষান্তরে clothing হচ্ছে clothes এর পরিবর্তে ব্যবহার যোগ্য একটি uncountable noun এটি একটি formal বা আনুষ্ঠানিক শব্দ

Couple VS Pair

একই রকম দুটি জিনিস বুঝতে couple ব্যবহৃত হয়। আবার একসঙ্গে বসবাসকারী বা সময় ব্যয়কারী প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীকে couple বলা হয় informal ইংরেজিতে couple অর্থ “a few” বা সামান্য কয়েকটি। নীচের বাক্যগুলি দ্রষ্টব্য

I saw a couple of doves there. (আই স এ কাপল অফ ডাভস দেয়ার)আমি এখানে এক জোড়া ঘুঘু পাখি দেখেছি ।
They are a nice couple. (দে আর এ নাইস কাপল) তারা খুব সুন্দর দম্পত্তি।
I will come back in a couple of minutes. (আই উইল বেক ইন এ কাপল অফ মিনিটস) আমি অল্প কিছুক্ষণ পরই ফিরে আসছি ।

পক্ষান্তরে pair বলতে একসঙ্গে যুক্ত কিংবা যুক্ত নয় এমন দুটি জিনিসের জোড়া বুঝায় । যেমন :

He bought a pair of trousers. (হি বট এ পেয়ার অফ ট্রাউজারস) সে এক জোড়া ট্রাওজার কিনেছে ।
I bought a pair of shoes / socks. (আই বট এ পেয়ার অফ সুস/ সকস) আমি এক জোড়া জুতা/ মোজা কিনেছি ।

pair এর একটা item কে আলাদাভাবে ব্যবহার করা হয় না।

Leave a Comment